আকাশের রং বদলায় বদলায় মানুষের মন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন
সাদা কাগজের বুকে কালির আচড় এঁকে ঠকিয়েছো তুমি আমাকে
কোন অভিযোগ তবু করবো না আমি কভু কোন দোষ দেব না তোমাকে
সাদা কাগজের বুকে কালির আচড় এঁকে ঠকিয়েছো তুমি আমাকে
কোন অভিযোগ তবু করবো না আমি কভু কোন দোষ দেব না তোমাকে
নতুন সাথীকে নিয়ে সুখের বাসর ঘরে
এঁকে যাও সুখেরি স্বপন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন
কেন যে এমন করে আমার মনের ঘরে
উকি ঝুঁকি তুমি দিয়েছো
এখন প্রশ্ন হল আমায় কাঁদিয়ে বলো কতটা সুখী হয়েছে
কেন যে এমন করে আমার মনের ঘরে
উকি ঝুঁকি তুমি দিয়েছো
এখন প্রশ্ন হল আমায় কাঁদিয়ে বলো কতটা সুখী হয়েছে
আমার পাঁজর ভেঙ্গে তোমার পৌষ দিনে খুঁজে নিলে তোমার আপন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন
আকাশের রং বদলায় বদলায় মানুষের মন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন
এই তুমি সেই তুমি নেই তুমি আগেরই মতন