menu-iconlogo
huatong
huatong
avatar

যখন থামবে কোলাহল

রুনালায়লাhuatong
yodapoda1huatong
Letra
Gravações
যখন থামবে কোলাহল

Whatsapp 8801939373823

Follow: Bangladesh24

Md Miraz Hossain

যখন থামবে কোলাহল

ঘুমে নিঝুম চারিদিক

আকাশের উজ্জল তারাটা

মিটমিট করে শুধু জ্বলছে

বুঝে নিও তোমাকে আমি ভাবছি

তোমাকে কাছে ডাকছি

ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার

জেগে থেকো সেই রাতে

যখন থামবে কোলাহল

ঘুমে নিঝুম চারিদিক

Follow: Bangladesh24

Md Miraz Hossain

যখন ফুলের গন্ধ এসে

আবেশ ছড়াবে মনে

বুঝে নিও আমি

আসছি সঙ্গোপনে

যখন ফুলের গন্ধ এসে

আবেশ ছড়াবে মনে

বুঝে নিও আমি

আসছি সঙ্গোপনে

কোকিলের ডাক যদি শোনো

আমি আর দুরে নেই যেনো

একটু পরেই দেখা হবে দুজনাতে

যখন থামবে কোলাহল

ঘুমে নিঝুম চারিদিক

Follow: Bangladesh24

Md Miraz Hossain

যখন দখিন বাতাস গায়

পরশ বুলাবে এসে

যেনো এসে গেছি

আমি অবশেষে

যখন দখিন বাতাস গায়

পরশ বুলাবে এসে

যেনো এসে গেছি

আমি অবশেষে

বাসনার সেই নদীতীরে

চিনে নিও প্রিয় সাথীরে

স্বপ্ন ভেবে কেদোনাকো বেদনাতে

যখন থামবে কোলাহল

ঘুমে নিঝুম চারিদিক

আকাশের উজ্জল তারাটা

মিটমিট করে শুধু জ্বলছে

বুঝে নিও তোমাকে আমি ভাবছি

তোমাকে কাছে ডাকছি

ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার

জেগে থেকো সেই রাতে

যখন থামবে কোলাহল

ঘুমে নিঝুম চারিদিক

Mais de রুনালায়লা

Ver todaslogo

Você Pode Gostar