menu-iconlogo
huatong
huatong
avatar

ঘুমিয়ে থাকো গো সজনী

রেজা খাঁনhuatong
heinohayslhuatong
Letra
Gravações
ঘুমিয়ে থাকো গো..স্বজনী,

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো..স্বজনী,

////======/////

Reza Khan

//=====//

ঘুমিয়ে থাকো গো স্বজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো স্বজনী

অfকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

ঝরে পরুক তোমার গায়

ঘুমিয়ে থাকো গো স্বজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো স্বজনী…..

////======/////

Reza Khan

//=====//

বুকের গোরস্থানে তোমার

প্রেমের কবর দিয়ে

বেঁচে আছি ছিন্ন ভিন্ন

একটা জীবন নিয়ে

Reza Khan

বুকের গোরস্থানে তোমার

প্রেমের কবর দিয়ে

বেঁচে আছি ছিন্ন ভিন্ন

একটা জীবন নিয়ে

নয়ন জলের নদী বয়ে

আমার বুকের ব্যাথা লয়ে

নয়ন জলের নদী বয়ে

আমার বুকের ব্যাথা লয়ে

যাক না তোমার আঙ্গিনায়

ঘুমিয়ে থাকো গো..স্বজনী,

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো..স্বজনী,

////======/////

Reza Khan

//=====//

এ ঘুম যেনো নাহি ভাঙে

ও প্রাণও প্রিয়ারে

এ ঘুম যেনো নাহি ভাঙে..

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

ঝরে পরুক তোমার গায়

ঘুমিয়ে থাকো গো..স্বজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো স্বজনী…..

////======/////

Reza Khan

//=====//

তলিয়ে গেছে এ মন আমার

গভীর জলের তলে

প্রেমও পিপাসাতে বুকটা

জ্বলে কেবল জ্বলে

Reza Khan

তলিয়ে গেছে এ মন আমার

গভীর জলের তলে

প্রেমও পিপাসাতে বুকটা

জ্বলে কেবল জ্বলে

আমার চতুর দুয়ার বন্ধ

থাকবো না আর তিলেক দন্ড

আমার চতুর দুয়ার বন্ধ

থাকবো না আর তিলেক দন্ড

তুমি বিহীন এই ধরায়

ঘুমিয়ে থাকো গো..স্বজনী,

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো..স্বজনী,

Reza Khan

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

আকাশে রুপালী চাঁদ

চাঁদে ভরা জোছনায়

ঝরে পরুক তোমার গায়

ঘুমিয়ে থাকো গো সজনী

ফুলেরও বিছানায়

ঘুমিয়ে থাকো গো সজনী

===যবনিকা===

Mais de রেজা খাঁন

Ver todaslogo

Você Pode Gostar