menu-iconlogo
huatong
huatong
avatar

বুঝবে না কেউ বুঝবে না /Hamid_WE

লতা মঙ্গেশকরhuatong
Hamid___🆆🅴huatong
Letra
Gravações
বুঝবে না, কেউ..বুঝবে না..

কি যে মনের ব্যথা..

Choice

?SohelyসোহেলীLᴇɢᴀᴄʏ✿࿐

বুঝবে না কেউ বুঝবে না

কি যে মনের ব্যথা..

অন্ধ খনির অন্তরে থাকে,

যে সোনা সবাই, জানে তারই কথা..

বুঝবে না কেউ বুঝবে না

কি যে মনের ব্যথা।

Hamid_WE @ sabinayasmin05

যদি এমন হতো যত বেদনা

বীজেরই মতন করে যেতো গো বোনা..

যদি এমন হতো যত বেদনা

বীজেরই মতন করে যেতো গো বোনা,

লালে লাল ফুলে ফুলে ভোরে যেত গান

দূর থেকে দেখে তারে যেতো গো চেনা।

খুঁজবে না কেউ..খুঁজবে না

মনেরও গভীরতা,

অন্ধ খনির অন্তরে থাকে,

যে সোনা সবাই, জানে তারই কথা ..

বুঝবে না কেউ বুঝবে না

কি যে মনের ব্যথা।

আমি তোমায় কোনো দোষ দেবো না

আমারই মতন জ্বলো তাও চাবো না,..

আমি তোমায় কোনো দোষ দেবো না

আমারই মতন জ্বলো তাও চাবো না,

বোঝা না বোঝার..আলো ছায়া খেলনা

চেনা হয়ে চিরদিনই রবো অচেনা।..

মুছবে না কেউ মুছবে না

ভিজে চোখের পাতা,

অন্ধ খনির অন্তরে থাকে,

যে সোনা সবাই, জানে তারই কথা ..

বুঝবেনা কেউ বুঝবেনা

কি যে মনের ব্যথা।

Mais de লতা মঙ্গেশকর

Ver todaslogo

Você Pode Gostar