menu-iconlogo
huatong
huatong
avatar

আমার বুকের মধ্যেখানে Amar Buker Moddhokhane

শিল্পীঃ এন্ড্রু কিশোরhuatong
rockonkt88huatong
Letra
Gravações
আমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে..

সেইখানে তোমাকেও আমি

রেখেছি কত না যতনে..

তোমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে

সেইখানে আমাকেও রেখো

আর কোথাও যাবনা জীবনে..

আমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে..

Music

CFS

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর

Music

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর

ভালোবাসার ঘর বানিয়ে হবো দেশান্তর

তোমায় কত ভালোবাসি

বোঝাব বোঝাব কেমনে..

তোমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে..

সেইখানে আমাকেও রেখো

আর কোথাও যাবনা জীবনে..

আমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে..

Music

CFS

সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়..

Music

সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়

তেমনি করে আমার এমন

তোমায় পেতে চায়..

তুমি আমার জীবন তরী

তুমি আশার আলো নয়নে..

আমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে..

সেইখানে তোমাকেও আমি

রেখেছি কত না যতনে..

তোমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে..

সেইখানে আমাকেও রেখো

আর কোথাও যাবনা জীবনে

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Mais de শিল্পীঃ এন্ড্রু কিশোর

Ver todaslogo

Você Pode Gostar