A Recreated Music tuned by Jazper
রোদের ঝিলিক তুমি চাঁদের হাসি
শরীর হবে দুটো মন পাশাপাশি
তুমি ছিলে আমার আমারই আছো
জীবনের সব কথা তোমায় ভালোবাসি
মরে গেলে জন্ম নিয়ে বলবো আবার তোমায় মনটা দিয়ে
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি।
Music
এতো কাছে রয়েছো তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই
এতো কাছে রয়েছো তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই
তোমায় ছেড়ে আমি তো নেই
রইছো তুমি আমার অন্তর জুড়ে।
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি।
Music & Po
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু'জনার এই দু'টি মন
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু'জনার এই দু'টি মন
তুমি আছো সেই কবিতা
পড়ি যাকে আমি দিনা আর রাত ..