menu-iconlogo
huatong
huatong
avatar

💘গান 💘 চোখ সরানো যত সহজ💘

💘 SANY💘 SRS FAMILY💘huatong
🌀☀Sany-2☀ՏRS☀🌀huatong
Letra
Gravações
আ...................

আ...................

আ............আ...

গান=চোখ সরানো যত সহজ

শিল্পী=এন্ড্রকিশোর সামিনা চৌধুরী ও শাকিলা জাফর

মিউজিক ফলো করে গান করুন

********Wait********

চোখ সরানো যত সহজ

মন সরানো অত সহজ নয়

***************

চোখ সরানো যত সহজ

মন সরানো অত সহজ নয়

ভালোবেসেও কেন যে এই

******************

ভালোবেসেও কেন যে এই

দূরে যাবার মিথ্যে অভিনয়

চোখ সরানো যত সহজ

মন সরানো অত সহজ নয়

******************

Choice by Monir JG

লিরিক্স লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

মিউজিক ফলো করুন

********Wait******

ভুলের কাটায় ভুলই ফোটে

ফুল ফোটানো যায় না

অন্ধ হৃদয় হয়না কারো

ভালোবাসার আয়না....

*****************

ভুলের খেলায় হৃদয়টাকে

যায় না করা অন্ধ....

স্বপ্ন গুলো সত্যি হলে

থাকে না আর দ্বন্দ্ব

কাটার ভয়ে ভুলের ভয়ে

*****************

কাটার ভয়ে ভুলের ভয়ে

ভালোবাসার হয় না পরাজয়

চোখ সরানো যত সহজ

মন সরানো অত সহজ নয়

******************

Choice by Monir JG

মিউজিক ফলো করুন

*******Wait*******

অনেকদিনের অনেক আশা

তৃষা পরা দৄশ কে

বুকটা জুড়ে খুঁজছে শুধু

সুখে ভেজার বৃষ কে

*****************

প্রেমের আকাশ হঠাৎ মেঘে

ডাকতে পারে হয়তো...

এক পলকের একটু আড়াল

চিরদিনের নয়তো..

আকাশটা যার শ্রাবণ ঘেরা

******************

আকাশটা যার শ্রাবণ ঘেরা

ফাগুনে তার রয়না পরিচয়

চোখ সরানো যত সহজ

মন সরানো অত সহজ নয়

চোখ সরানো যত সহজ

মন সরানো অত সহজ নয়

ভালোবেসেও কেন যে এই

*****************

ভালোবেসেও কেন যে এই

দূরে যাবার মিথ্যে অভিনয়

চোখ সরানো যত সহজ

মন সরানো অত সহজ নয়

Thanks all my friends and family

**Sany Ahmed SRS Family**

Mais de 💘 SANY💘 SRS FAMILY💘

Ver todaslogo

Você Pode Gostar

💘গান 💘 চোখ সরানো যত সহজ💘 de 💘 SANY💘 SRS FAMILY💘 – Letras & Covers