১ম অংশ মেয়ে/২য় অংশ ছেলে
মেঃচেনা অচেনার ভীড়ে
তোমার মনের নীড়ে
স্বপ্নবুণে কি পেলাম
অবাক চোখে শুধু তাকিয়ে থেকে
জীবনের কাছে শুধালাম
ছেঃযে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
যে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
নতুন ট্র্যাকের জন্য আমার
আইডি ঘুরে আসতে পারেন
মেঃহয়তো আমার ছিল ভুল
তাইতো ভেঙে গেছে হৃদয়েরই কুল
ছেঃহয়তো আমার ছিল ভুল
তাইতো ভেঙে গেছে হ্রিদয়েরই কুল
মেঃঅনেক চাওয়ার পরে সব হারিয়ে
ফাগুনের কাছে শুধালাম
যে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
যে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
ছেঃহয়নি জানা কি দোষে
ভালোবেসে লোকে দুঃখ পোষে
মেঃহয়নি জানা কি দোষে
ভালোবেসে লোকে দুঃখ পোষে
ছেঃআমার আঙিনা কেন ছেয়ে গেল আঁধারে
সময়ের কাছে শুধালাম
যে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
যে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
মেঃচেনা অচেনার ভীড়ে
তোমার মনের নীড়ে
স্বপ্নবুণে কি পেলাম
অবাক চোখে শুধু তাকিয়ে থেকে
জীবনের কাছে শুধালাম
ছেঃযে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
যে পথ ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
?পাশে_থাকুন_পাশে_রাখুন?