menu-iconlogo
huatong
huatong
avatar

Takhon Tomar Ekush Bachha

Aarti Mukherjihuatong
Hamid___🆆🅴huatong
Letra
Gravações
তখন তোমার একুশ বছর বোধহয়

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়..

লজ্জা জড়ানো..ছন্দে কেঁপেছি~

ধরা পড়ে ছিল ভয়..

তখন তোমার একুশ বছর বোধহয়..

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়..

====H.PUTUL_WE===

গোপনের প্রে..ম গোপনে গিয়েছে ঝরে

আমরা দু'জ..নে কখন গিয়েছি সরে

ফুল ঝুড়ি থেকে ফুল, ঝরে গেলে

মালা কিসে গাঁথা হ..য়?…

তখন তোমার একুশ বছর বোধহয়..

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়..

তোমার পথে..র কাঁটায় ভেবেছো মোরে

বলতে পারি..নি তোমার.. মত করে

জলছবি ভেবে ভুল করেছিলে

ভালবাসা সেতো ন..য়

তখন তোমার একুশ বছর বোধহয়..

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

লজ্জা জড়ানো..ছন্দে কেঁপেছি~

ধরা পড়েছিল ভ..য়

তখন তোমার একুশ বছর বোধহয়..

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

লা লা লা লা লা লা লা ...

লা লা লা লা লা লা লা…..

Mais de Aarti Mukherji

Ver todaslogo

Você Pode Gostar