menu-iconlogo
huatong
huatong
avatar

সূর্যোদয়ে তুমি Surjo Doye Tumi

Abdul Hadihuatong
needfire25huatong
Letra
Gravações
PUNOM7 ROCK BAND

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

FOLLOW BY

PUNOM7 ROCK BAND

জলসিঁড়ি নদীতীরে

তোর খুশির কাঁপন যেন বাজে

ও…কাশবনে ফুলে ফুলে

তোর মধুর বাসর বুঝি সাজে

তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

FOLLOW BY

PUNOM7 ROCK BAND

আঁকা বাঁকা মেঠো পথে

তোর রাখাল হৃদয় জানি হাসে

ও..পদ্মকাঁপা দিঘী ঝিলে

তোর সোনার স্বপন খেয়া ভাসে

তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায় চিরতরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

THANK YOU

Mais de Abdul Hadi

Ver todaslogo

Você Pode Gostar