menu-iconlogo
huatong
huatong
abir-biswasashim-sen-batase-gungun-cover-image

Batase GunGun

Abir Biswas/Ashim Senhuatong
❤️꧁𒆜丹SHÍM𒆜❤️𓊉꧂huatong
Letra
Gravações
মরণ দেখি আমার

ওগো তোমার ঐ চোখে

পাগল নাও না করে,

এই রাতে আমাকে

মরণ দেখি আমার

ওগো তোমার ঐ চোখে

পাগল নাও না করে,

এই রাতে আমাকে

ও এলোমেলো হয়ে যায় মন

কেন আজ বুঝিনা

দাবানল যেন ছড়ালো

পার করে সীমানা

শ্বাপদের মতো হানা দেয়

এ মনের কামনা

নিজেকেই দেখে লাগে আজ

অচেনা, অচেনা, অচেনা...ও... ও... ও

বাতাসে গুনগুন,

এসেছে ফাগুন

বুঝিনি তোমার,

শুধু ছোঁয়ায় এত যে আগুন

বাতাসে গুনগুন,

এসেছে ফাগুন

বুঝিনি তোমার,

শুধু ছোঁয়ায় এত যে আগুন....

তৃষ্ণা এত তৃষ্ণা

প্রেমে হয়নি যে আগে

উতল করো আমায়

আজ বন্য সোহাগে

তৃষ্ণা এত তৃষ্ণা

প্রেমে হয়নি যে আগে

উতল করো আমায়

আজ বন্য সোহাগে....

ভালোবাসা আজ বন্য

কোন কথা শোনে না

নিঃশ্বাসে যেন চাতকের

বুক ভাঙা বাসনা

শ্বাপদের মতো হানা দেয়

এ মনের কামনা

নিজেকেই দেখে লাগে আজ

অচেনা, অচেনা, অচেনা...

বাতাসে গুনগুন,

এসেছে ফাগুন

বুঝিনি তোমার,

শুধু ছোঁয়ায় এত যে আগুন

বাতাসে গুনগুন,

এসেছে ফাগুন

বুঝিনি তোমার,

শুধু ছোঁয়ায় এত যে আগুন

বাতাসে গুন গুন,,,

Mais de Abir Biswas/Ashim Sen

Ver todaslogo

Você Pode Gostar