menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
তুমি যদি আকাশ হতে, আমি হতাম ঘুড়ি

তুমি আমার আদরমাখা ঠাঁই।

তুমি যদি নৌকো হতে, আমি হতাম নদী

সবুজদ্বীপের গভীরে হারাই।

ও আমার ছোট্ট জলফড়িং

তোমায় নিয়ে ভাবছি রাত্রি-দিন

ও আমার ছোট্ট জলফড়িং

তোমায় নিয়ে ভাবছি রাত্রি-দিন

মিনি হার্টঅ্যাটাক হয় দেখে তোমার চোখ

গানের মাঝেও ফেলছি গিলে ঢোক।

তুমি আমার রাত্রিবেলার টিমটিমে মোমবাতি

প্রেমের হাওয়া দিলেই নিভে যাও।

হঠাৎ ভীষণ দুঃখ হলে, তুমিই আমার গতি

মনের কথা বললেই যে পালাও।

ও আমার ছোট্ট জলফড়িং

তোমায় নিয়ে ভাবছি রাত্রি-দিন

ও আমার ছোট্ট জলফড়িং

তোমায় নিয়ে ভাবছি রাত্রি-দিন

মিনি হার্টঅ্যাটাক হয় দেখে তোমার চোখ

গানের মাঝেও গিলতে হলো ঢোক।

Mais de Adwitiya Bhattacharya/Nilanjan Ghosal

Ver todaslogo

Você Pode Gostar