Song : Tor Moner Vitor
Singer : BH Akash
Music : Sujon Suhrid
Lyrics : BH Akash
Makeup : Shan Shahin
Tune : BH Akash
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা
ওরে এত ভালোসাবি তোরে,
বুঝেও বুঝিস না....
ওরে তোর কারনে জীবনটা যে,
আরতো চলে না...
ওরে এত ভালোসাবি তোরে,
বুঝেও বুঝিস না....
ওরে তোর কারনে জীবনটা যে,
আরতো চলে না
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা
Notice !
Do not copy any music tracks
anywhere without permission!
ভালো বাসা ভুলে গেলি করলি চলনা
ওরে আমার কথা তোর কি
মনে পরে না
ওরে ভালো বাসা ভুলে গেলি করলি চলনা
ওরে আমার কথা তোর কি.
মনে পরে না
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা
Notice !
Do not copy any music tracks
anywhere without permission!
তুই বন্ধু সুখে থাকিস খবর নিব না
ওরে আমার মতই থাকবো আমি
আপন ঠিকানা....
ওরে তুই বন্ধু সুখে থাকিস
খবর নিব না
ওরে আমার মতই থাকবো আমি
আপন ঠিকানা
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা..
ওরে এতো ভালোসাবি তোরে,
বুঝেও বুঝিস না
ওরে তোর কারনে জীবনটা যে,
আরতো চলে না...
ওরে এতো ভালোসাবি তোরে,
বুঝেও বুঝিস না
ওরে তোর কারনে জীবনটা যে,
আরতো চলে না
তোর মনের ভিতর কার ছবি আঁকা..
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা...
তোর মনের ভিতর কার ছবি আঁকা
তোর মনের ভিতর কার জন্য
এতো ভালোবাসা
For another New
Original Song
Please Like the Song
Thanks