menu-iconlogo
logo

Pirit Vison Jala

logo
avatar
Akash Mahmudlogo
⍟︎𝑨ltafkhan_σғιcιαℓlogo
Cantar no App
Letra
আমার হৃদয় পুড়ে বৎস হলো দেহ পুড়ে কালা

আমার হৃদয় পুড়ে বৎস হলো দেহ পুড়ে কালা

প্রেমের টানে.......

তুমার প্রেমের টানে না মজিলে

সেটাই হইতো ভালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা

প্রেমের টানে.......

তুমার প্রেমের টানে না মজিলে

সেটাই হইতো ভালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

কাচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম,

না বুঝে প্রেমের ই বাউ দুক্ষ পাইলাম চরম।

কাচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম,

না বুঝে প্রেমের ই বাউ দুক্ষ পাইলাম চরম

কুলমান হারা.......

আমি কুলমান হারা তুমি ছাড়া

সুখের ঘরে তালা।

বুঝতে আমার হইলো দেরি

পিরিত ভিশন জালা,

বুঝতে আমার হইলো দেরি

পিরিত ভিশন জালা,

শেষ হইল চোখের পানি বাচা টানাটানি

রইলোনা আর কোন আশা মরনএর দিন গুনি

শেষ হইল চোখের পানি বাচা টানাটানি

রইলোনা আর কোন আশা মরনএর দিন গুনি

ঘাতক প্রেমে.....ও

তোমার ঘাতক প্রেমে মুর কলিজা

হইলো ফালাফাল!

বুজতে আমার হইলো দেরি

পিরিত ভিশন জালা

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা,

আমার হৃদয় পুড়ে বৎস হলো

দেহ পুড়ে কালা,

প্রেমের টানে......ও

তুমার প্রেমের টানে না মজিলে....

সেটাই হইতো ভালা

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

বুজতে আমার হইল দেরি,

পিরিত ভিষন জালা,

Pirit Vison Jala de Akash Mahmud – Letras & Covers