সুরমা লাগারে, আতর লাগারে,
আকাশে খুশির চাঁদ উঠেছে..
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে,
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে,
আরে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে।
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে,
মোবারক ঈদ মোবারক,
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক।
রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহ্'র দরবারে,
সেহরী করেছি, ইফতার শেরেছি বন্ধু পরিবারে।
আরে রোজা রেখেছি, দোয়া করেছি আল্লাহ্'র দরবারে,
সেহরী করেছি, ইফতার শেরেছি বন্ধু পরিবারে।
আরে সেমাই বানারে,
পোলাও বানারে,
সেমাই বানারে, পোলাও বানারে,
আঁকাশে খুশির চাঁদ উঠেছে..
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে,
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে,
আরে ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে।
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে,
খুশির মেজাজে, ঈদের নামাযে যাব মসজিদে,
সেরোয়ানী পরে, কোলাকোলি করে মাতব দোস্তিতে।
ও খুশির মেজাজে, ঈদের নামাযে যাব মসজিদে,
সেরোয়ানী পরে, কোলাকোলি করে মাতব দোস্তিতে।
ডিজে বাজারে, কাওয়ালি বাজারে
আরে ডিজে বাজারে,কাওয়ালি বাজারে,
আঁকাশে খুশির চাঁদ উঠেছে..
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
আরে ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে,
ঈদ ঈদ ঈদ ঈদ ঈদ এসেছে
মোবারক ঈদ মোবারক,
মোবারক ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক,
মোবারক ঈদ মোবারক।