menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
দুই চোখেতে জল, তোর প্রেমেরই ছল

যতই দূরেই থাকিস ভালো থাকিস

দুই চোখেতে জল, তোর প্রেমেরই ছল

যতই দূরেই থাকিস ভালো থাকিস

আসবো না তোর কাছে যতদিন মন বাঁচে

তোর স্বপনে তুই সুখে থাকিস

মন কেন কাঁদে তোর ভাবনাতে?

তুই স্বার্থপর হবি বুঝিনি আগে

কষ্টের ফাঁদে, প্রেম-করুণাতে

আমি সুখ খুঁজে বেড়াই রাত্রি জেগে

বলে মন, কথা শোন, কাঁদিস না

কল্পনায় মিছে ঘর বাঁধিস না

বলে মন, কথা শোন, কাঁদিস না

কল্পনায় মিছে ঘর বাঁধিস না

কথা ছিল আপন হবো তোর

ভাঙলি সকল কড়া তোর ওপর

তোর ছলনায় উজাড় হলাম আমি

মরণ হলো আমার মনের জমিন

মন কেন কাঁদে তোর ভাবনাতে?

তুই স্বার্থপর হবি বুঝিনি আগে

কষ্টের ফাঁদে, প্রেম-করুণাতে

আমি সুখ খুঁজে বেড়াই রাত্রি জেগে

বলে মন, কথা শোন, কাঁদিস না

কল্পনায় মিছে ঘর বাঁধিস না

বলে মন, কথা শোন, কাঁদিস না

কল্পনায় মিছে ঘর বাঁধিস না

ইচ্ছে হলূ ধূলিকণার বালুচর

আজও কেন থামে না মনেরই ঝড়?

আগুনেতে পুড়ে পুড়ে আমি ছাই

অন্য কারো সুখের ভেলায় নিলি ঠাঁই

কাঁদে তোর ভাবনাতে

তুই স্বার্থপর হবি বুঝিনি আগে

কষ্টের ফাঁদে, প্রেম-করুণাতে

আমি সুখ খুঁজে বেড়াই রাত্রি জেগে

বলে মন, কথা শোন, কাঁদিস না

কল্পনায় মিছে ঘর বাঁধিস না

বলে মন, কথা শোন, কাঁদিস না

কল্পনায় মিছে ঘর বাঁধিস না

Mais de Andrew Kishore/Aaysha Eira/Atif Ahmed Niloy/Raqibul Hasan RaNa

Ver todaslogo

Você Pode Gostar

Dui Chokhete Jol de Andrew Kishore/Aaysha Eira/Atif Ahmed Niloy/Raqibul Hasan RaNa – Letras & Covers