মন চায় তোকে বলতে কিছু
স্বপ্নেরা তোর নিচ্ছে পিছু
মন চায় তোকে বলতে কিছু
স্বপ্নেরা তোর নিচ্ছে পিছু
বেড়েছে যাতনা
এ মনের প্রেরণা
সব তোকেই ঘিরে
ঘুম আসে না চোখে, তোর ভাবনা
মন বসে না কাজে, কেন বল না
ঘুম আসে না চোখে, তোর ভাবনা
মন বসে না কাজে, কেন বল না
আমি শুধু তোকে চাই
ডাকলেই কাছে পাই
প্রতি ক্ষণ চাই তোকে আমার আঙিনায়
আমাতে আমি নাই
তোর মাঝে খুঁজে পাই
অপেক্ষায় আমি সুখের ঠিকানায়
বেড়েছে যাতনা
এ মনের প্রেরণা
সব তোকেই ঘিরে
ঘুম আসে না চোখে, তোর ভাবনা
মন বসে না কাজে, কেন বল না
ঘুম আসে না চোখে, তোর ভাবনা
মন বসে না কাজে, কেন বল না
মনেরই আকাশ রঙিন
একা কাটে রাতদিন
পুষে রেখেছি আশা বুকের গভীরে
দূর অজানার বাঁকে
নিয়ে যাবো আমি তোকে
খুঁজে পাবি আমাকে তুই সুখের আবিরে
বেড়েছে যাতনা
এ মনের প্রেরণা
সব তোকেই ঘিরে
ঘুম আসে না চোখে, তোর ভাবনা
মন বসে না কাজে, কেন বল না
ঘুম আসে না চোখে, তোর ভাবনা
মন বসে না কাজে, কেন বল না