আমার মিঠা কথা তোমার কাছে লাগতো তিতা তিতা
আমি সারাজীবন রাখবো মনে তোমার দেওয়া ব্যথা
আমার মিঠা কথা তোমার কাছে লাগতো তিতা তিতা
আমি সারাজীবন রাখবো মনে তোমার দেওয়া ব্যথা
আমি ছাড়া সবাই ভালা, তারে লইয়া থাইকো
আমি বন্ধু চইলা গেলাম দূরে
তুমি তোমার ভালা লইয়াই থাইকো
আমি বন্ধু চইলা গেলাম দূরে
তুমি তোমার ভালা লইয়াই থাইকো
অভিশাপ দেবো না তোমায়, বাসতাম ভালো খুব
নিজের ভুলেই নিজেই কাঁদবা দেইখা ভালা রূপ
অভিশাপ দেবো না তোমায়, বাসতাম ভালো খুব
নিজের ভুলেই নিজেই কাঁদবা দেইখা ভালা রূপ
আমি ছাড়া সবাই ভালা, ইচ্ছে যারে রাইখো
আমি বন্ধু চইলা গেলাম দূরে
তুমি তোমার ভালা লইয়াই থাইকো
আমি বন্ধু চইলা গেলাম দূরে
তুমি তোমার ভালা লইয়াই থাইকো
আপন মানুষ পর করিয়া করসো বড়ো ভুল
পাগল হইয়া খুঁজবা একদিন হারাইয়া দু'কূল
আপন মানুষ পর করিয়া করসো বড়ো ভুল
পাগল হইয়া খুঁজবা একদিন হারাইয়া সব কূল
আমি ছাড়া সবাই ভালা, ইচ্ছে হলে ডাইকো
আমি বন্ধু চইলা গেলাম দূরে
তুমি তোমার ভালা লইয়াই থাইকো
আমি বন্ধু চইলা গেলাম দূরে
তুমি তোমার ভালা লইয়াই থাইকো
আমি বন্ধু চইলা গেলাম দূরে
তুমি তোমার ভালা লইয়াই থাইকো