এ বুকে লিখেছি
আমি যে-তোমারি নাম
তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুজিনা
তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝিনা
এ বুকে লিখেছি
আমি যে-তোমারি নাম
তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুজিনা
তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝিনা
এ বুকে লিখেছি-
আমি যে-তোমারি নাম
দুটি চোখের মনি হয়ে
দুটি চোখের মাঝে থাকো
এ জীবনে তুমি ছাড়া
আমি কিছুই দেখবো নাকো
তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুজিনা
তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝিনা
এ বুকে লিখেছি-
আমি যে-তোমারি নাম
তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুজিনা
তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝিনা
এ বুকে লিখেছি-
আমি যে-তোমারি নাম
আমার মনের ছট্রো ঘরে
তুমি বাঁধো তোমার বাসা
যোগে যোগে তোমার সাথে
ঘর বাধার বড় আসা
আমার মনের ছট্রো ঘরে
তুমি বাঁধো তোমার বাসা
যোগে যোগে তোমার সাথে
ঘর বাধার বড় আসা
তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুজিনা
তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝিনা
এ বুকে লিখেছি
আমি যে-তোমারি নাম
তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুজিনা
তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝিনা
এ বুকে লিখেছি
আমি যে-তোমারি নাম
লালা-লা--লালা-লা..
লালা-লা...লালা-লা-লালালা
ধন্যবাদ সবাইকে