menu-iconlogo
huatong
huatong
andrew-kishorerizia-parveen-sobar-jibone-prem-cover-image

Sobar jibone Prem

Andrew Kishore/Rizia Parveenhuatong
panda56_starhuatong
Letra
Gravações
সবার জীবনে প্রেম আসে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

প্রেমের স্মৃতি যেন সুখের কাটা

যায়না খোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,

প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।

প্রেম আছে বলে আছে অনেক আশা,

বুকের গভীরে বাধে বাসা।

প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,

প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।

প্রেম আছে বলে আছে অনেক আশা,

বুকের গভীরে বাধে বাসা।

প্রেমের ছবি যদি প্রাণে আঁকে

যায় না মোছা কভু তারে।

সবার জীবনে প্রেম আসে,

তাইতো সবাই ভালবাসে।

প্রথম যারে লাগে ভাল,

যায় না ভুলা কভু তারে।

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালবাসে।

প্রথম যারে লাগে ভাল,

যায় না ভুলা কভু তারে।

সবার জীবনে প্রেম আসে

Mais de Andrew Kishore/Rizia Parveen

Ver todaslogo

Você Pode Gostar