menu-iconlogo
huatong
huatong
avatar

সবার জীবনে প্রেম আসে Sobar Jibone Prem

Andrew Kishore/Rizia Parvinhuatong
michel.hallardhuatong
Letra
Gravações
সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

প্রেমের স্মৃতি যেন সুখের কাটা

যায়না খোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা

প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা

প্রেম আছে বলে আছে অনেক আশা

বুকের গভিরে বাঁধে বাসা

প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা

প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা

প্রেম আছে বলে আছে অনেক আশা

বুকের গভিরে বাঁধে বাসা

প্রেমের ছবি যদি প্রাণে আঁকে

যায়না মোছা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

Mais de Andrew Kishore/Rizia Parvin

Ver todaslogo

Você Pode Gostar