কথাঃ চাঁদের মতো মুখ
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও রুনা লায়লা
সিনেমাঃ শাসন
ছেলেঃ চাঁদের মতো মুখ
আহা কি দেখতে সুখ,
দেখতে দেখতে স্বর্গ সুখে
ভরে উঠে বুক
মেয়েঃ দুষ্ট দুষ্ট চোখ
আহা কি ভদ্রলোক
সুন্দরী বউ দেখলে চোখের
পড়ে না পলক
ও চোখের পড়ে না পলক,
ছেলেঃ লক্ষী বধু তুমি আমার
কেনো এতো লজ্জা
সারা জীবন সারাটিক্ষন
হোকনা ফুলও সজ্জা
মেয়েঃ ভালোবেসে হৃদয় তোমার
আর কতো কাল ভরবো
ভালো বাসতে বাসতে বুঝি
অকালে হায় মরবো
ছেলেঃ চাঁদের মতো মুখ
আহা কি দেখতে সুখ,
দেখতে দেখতে স্বর্গ সুখে
ভরে উঠে বুক
মেয়েঃ দুষ্ট দুষ্ট চোখ
আহা কি ভদ্রলোক
সুন্দরী বউ দেখলে চোখের
পড়ে না পলক
ও হায়রে পড়ে না পলক,
ছেলেঃ সকাল বিকাল দুপুর রাত্রি
নেই তো কোন লগ্ন
তোমার প্রেমে মনটা আমার
সারাটিক্ষন মগ্ন
মেয়েঃ সোজা সুজি বলে ফেলো
তোমার মনের ইচ্ছা
দোহাই লাগে পায়ে পড়ি
বন্ধ করো কিচ্ছা
ছেলে/মেয়েঃ চাঁদের মতো মুখ
আহা কি দেখতে সুখ,
দেখতে দেখতে স্বর্গ সুখে
ভরে উঠে বুক
চাঁদের মতো মুখ
আহা কি দেখতে সুখ,
দেখতে দেখতে স্বর্গ সুখে
ভরে উঠে বুক
ভরে উঠে বুক