menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-mon-dilam-pran-dilam-cover-image

MON DILAM PRAN DILAM

Andrew Kishorehuatong
┏━━⋆💌ˢᵐˢ💌❴ᎪᎡᏆƑ❵⋆━━࿇1huatong
Letra
Gravações

===============

M=মন দিলাম প্রান দিলাম

আর কি আছে বাকি,

ও আমার কাজল পাখি,

ও আমার পরান পাখি,

ও আমার কাজল পাখি,পরান পাখি,

F=মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি ঘাটের মাঝি

===============

M=দুনিয়া বলে,পাগল হয়েছি,

আমি যে বলি,তোমার প্রেমে পড়েছি।

F=তোমাকে আমি,কথা দিয়েছি,

তোমারি নামের মালা গলাই পড়েছি,

M=ইশারাতে দিবানিশি করো ডাকা ডাকি,

ও আমার কাজল পাখি

ও আমার পরান পাখি

ও আমার কাজল পাখি পরান পাখি

F=মন দিলাম প্রান দিলাম

আর কি আছে বাকি

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি ঘাটের মাঝি

===============

F=লাজেরও আচল,কেড়ে নিওনা

যাবো যে মরে, হাতের ছোয়া দিওনা

M=ভ্রমরা আমি, সে কি জানো না

ফুলেরও মধু, নিলে কি দোষ বলনা

F=ভয়ে ভয়ে তাইতো আমি দূরে সরে থাকি

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি ঘাটের মাঝি

মন দিলাম প্রান দিলাম

আর কি আছে বাকি

ও আমার সুজন মাঝি

ও আমার ঘাটের মাঝি

ও আমার সুজন মাঝি ঘাটের মাঝি

M=মন দিলাম প্রান দিলাম

আর কি আছে বাকি

ও আমার কাজল পাখি

F=ও আমার সুজন মাঝি

M=ও আমার পরান পাখি

F=ও আমার ঘাটের মাঝি

====THANK YOU====

Mais de Andrew Kishore

Ver todaslogo

Você Pode Gostar