তুমি মুখ টা তোমার ঢাকো না
কন্ঠ শিল্পীঃ এন্ড্রু কিশোর
গান চয়েজ: জয় মাহমুদ
**************************
*একতা সঙ্গীত একাডেমি*
Room Id: 262729
Uploader:Rumon Hossain
***************************
তুমি মুখ টা তোমার ঢাকো না
আঁচল দিয়ে রাখো না
*******************
তুমি মুখ টা তোমার ঢাকো না
আঁচল দিয়ে রাখো না
চারি দিকে মন্দ মানুষ
চারি দিকে মন্দ মানুষ
অন্য চোখে চায়
নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়
ও..নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়।
তুমি মুখ টা তোমার ঢাকো না
আঁচল দিয়ে রাখো না
চারি দিকে মন্দ মানুষ
চারি দিকে মন্দ মানুষ
অন্য চোখে চায়
নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়।
ও..নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়।।
************************
*একতা সঙ্গীত একাডেমি*
************************
শত আশা বুকের মাঝে
বাধিয়াছে ঘর
তোমায় নিয়ে এই জনমে
হবো দেশান্তর।
*************
ও..শত আশা বুকের মাঝে
বাধিয়াছে ঘর
তোমায় নিয়ে এই জনমে
হবো দেশান্তর
চারি দিকে মন্দ মানুষ
চারি দিকে মন্দ মানুষ
অন্য চোখে চায়
নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়
ও..নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়।
************************
*একতা সঙ্গীত একাডেমি*
************************
তোমার সোনা অঙ্গে একি
রূপেরই বাহার
ভাসবো দুজন প্রেমের নায়ে
লেগেছে জোয়ার।
****************
ও..তোমার সোনা অঙ্গে একি
রূপেরই বাহার
ভাসবো দুজন প্রেমের নায়ে
লেগেছে জোয়ার
চার দিকে মন্দ মানুষ
চার দিকে মন্দ মানুষ
অন্য চোখে চায়
নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়
ও..নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়।
তুমি মুখ টা তোমার ঢাকো না
আঁচল দিয়ে রাখো না
*******************
হুম..মুখ টা তোমার ঢাকো না
আঁচল দিয়ে রাখো না
চারি দিকে মন্দ মানুষ
চারি দিকে মন্দ মানুষ
অন্য চোখে চায়
নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়
ও..নজর লাগবে গায় রে কন্যা
নজর লাগবে গায়।
************************
*একতা সঙ্গীত একাডেমি*
************************