menu-iconlogo
huatong
huatong
avatar

Dekhechi Rupsagore

Anirban Sikdarhuatong
LIRAfeaturinghuatong
Letra
Gravações
গান - দেখেছি রুপসাগরে

গায়ক - অনির্বাণ সিকদার

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন আর নেভে না

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন আর নেভে না

আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না

বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না

দেখেছি, দেখেছি রুপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

পথিক কয় ভেবো না রে

ডুবে যাও রুপসাগরে

পথিক কয় ভেবো না রে

ডুবে যাও রুপসাগরে

বিরলে বসে করো যোগ সাধনা

পথিক কয় ভেবো না রে

ডুবে যাও রুপসাগরে

বিরলে বসে করো যোগ সাধনা

একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না

ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না

দেখেছি, দেখেছি রুপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না

ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না

দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ।

Mais de Anirban Sikdar

Ver todaslogo

Você Pode Gostar

Dekhechi Rupsagore de Anirban Sikdar – Letras & Covers