menu-iconlogo
huatong
huatong
avatar

টুনটুনি ও ময়না টিয়া

Ankur mahamudhuatong
rya342huatong
Letra
Gravações
টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সয় এই জ্বালা আর সহেনা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সয় এই জ্বালা আর সহেনা

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

আশা করি গানটি কেউ কপি করবেন না

আমার এই মাথারি কেশ..

তোর নাকি লেগেছে বেশ

আমার দুই চোঁখের কাজল..

করেছে তোরে পাগল

আমার এই মাথারি কেশ..

তোর নাকি লেগেছে বেশ

আমার দুই চোঁখের কাজল..

করেছে তোরে পাগল

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সয় এই জ্বালা আর সহেনা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সয় এই জ্বালা আর সহেনা

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

যদি যাই তোরে ছাইড়া...

তুই নাকি যাবি মইরা

আমারে না দেখিলে..

হইবি তুই পাগলপারা

যদি যাই তোরে ছাইড়া...

তুই নাকি যাবি মইরা

আমারে না দেখিলে..

হইবি তুই পাগলপারা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সয় এই জ্বালা আর সহেনা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সয় এই জ্বালা আর সহেনা

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

Mais de Ankur mahamud

Ver todaslogo

Você Pode Gostar

টুনটুনি ও ময়না টিয়া de Ankur mahamud – Letras & Covers