menu-iconlogo
huatong
huatong
avatar

AYUB BACCHU TRIB. NOBEL [ UP : SUBCONSCIOUS MIND ]

ANTAKhuatong
♛-𝓼ꪊ𝕓cοƞ𝓼c𝙞οꪊš⠀𝐌𝐢𝐧𝐝🎭huatong
Letra
Gravações
# TRACK : AYUB BACCHU TRIB. NOBEL

# VOICE : NOBEL

# UPLOAD : DURZOY MIRZA

# LYRICS :-

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো

দেখো না কেউ হাসি শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কী ব্যথা

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাবারই আশায়

ফিরে আসে বারেবার

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাঁধা

তোমাকে পাবারই আশায়

ফিরে আসে বারেবার

কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা

আলোকিত হাসি নয়

আশা নয়, না বলা ভাষা নয়

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

সে তারা ভরা রাতে

আমি পারিনি বোঝাতে

তোমাকে আমার মনের ব্যথা

তুমি তো বলেছো শুধু

তোমার সুখের কথা

তুমি তো বলেছো শুধু

তোমার সুখের কথা

<=====> MUSIC <=====>

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়

এখন অনেক রাত

খোলা আকাশের নিচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে, দরজার ওপাশে

সুখেরই পৃথিবী,

সুখেরই অভিনয়

যতই আড়াল রাখো,

আসলে কেউ সুখী নয়

<=====> MUSIC <=====>

মেয়ে, তুমি কি দুঃখ চেনো? চেনো না

মেয়ে, তুমি কি আকাশ চেনো? চেনো না

তবে চিনবে কেমন করে এই আমাকে?

তবে বুঝবে কেমন করে এই আমাকে?

<=====> MUSIC <=====>

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এত অচেনা হলে তুমি

কীভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে

চলো বদলে যাই

তুমি কেন বোঝো না

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিয়ো আমায়

<=====> THNX <=====>

Mais de ANTAK

Ver todaslogo

Você Pode Gostar