[M] হুম...হুম....হুম...
হুম...হুম...হুম....
===================
কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভূল~
কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভূল~
সারাটি জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভূলের মাসুল~
[F] কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভূল~
কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভূল~
সারাটি জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভূলের মাসুল~
[M] কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভূল~
-=শিল্পী:-কনকচাঁপা ও এন্ড্রো কিশোর=-
-==ফেমেলিঃ- RMP & SRF==-
-==চয়েজ:- রিয়া [RMP]==-
-=আপলোড:- এ আর রিপন=-
-===অপেক্ষা করুন===-
[F] বেঁধেছিল যে, এই বুকে ঘর
সেই তুলেছে বুক ভাঙ্গা ঝড়~
=====================
[M] যে আশা ছিল, স্বপ্নে আমার
সত্যি হয়ে উঠলো না আর~
[F] কিছু কিছু মানুষের অন্তর
হয়ে যায় খেলার পুতুল~
[M] কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল~
-==সিনেমা:- স্বপ্নের বাসর==-
-=আপলোড:- এ আর রিপন=-
-===অপেক্ষা করুন===-
[M] চেয়েছি যাকে, ভালোবেসে
অন্য কারো হয়ে গেছে সে~
=====================
[F] হৃদয়ে প্রেমের, ফুল ফুটালাম
বিনিময়ে তার কাটাই পেলাম~
[M] কিছু কিছু মানুষের ভাগ্যে
কোনদিন ফুটেই না ফুল~~
[F] কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল~
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল~
সারাটি জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভূলের মাসুল~
[M] কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল~
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল~
সারাটি জীবন ধরে দিতে হয়
শুধু সেই ভূলের মাসুল~
[F] কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল~
-====ধন্যবাদ====-