menu-iconlogo
logo

Thoi Thoi Bhalobasha-Arfin RumiAnd Porshi

logo
avatar
Arfin Rumi/AR.Rumilogo
রঙধনুর,রাজ্যlogo
Cantar no App
Letra
‍ মেয়েঃ হো.. থৈ থৈ ভালোবাসা টুপটাপ প্রেম।

রিমিঝিমি স্বপ্ন বুনে তোমায় দিলেম।

হো ..থৈ থৈ ভালোবাসা টুপটাপ প্রেম।

রিমিঝিমি স্বপ্ন বুনে তোমায় দিলেম।

‍ ছেলেঃ হো শুনশান মনের ঘরে দক্ষিনা হাওয়া।

ঝিরিঝিরি বইছেরে সুখ বাড়ছে চাওয়া পাওয়া।

‍ ‍ উভয়ঃ থৈ থৈ ভালোবাসা টুপটাপ প্রেম।

রিমিঝিমি স্বপ্ন বুনে তোমায় দিলেম।

‍ মেয়েঃ হো.. গুনগুনা গুন ফাগুনেতে চুপচাপ যেন সব।

ডুব ডুবা ডুব বুকটা জুড়ে..,মাতাল অনুভব..।

‍ ছেলেঃ হো গুনগুনা গুন ফাগুনেতে চুপচাপ যেন সব।

ডুব ডুবা ডুব..বুকটা জুড়ে..,মাতাল অনুভব।

‍ মেয়েঃ হো শুনশান মনের ঘরে দক্ষিনা হাওয়া।

ঝিরিঝিরি বইছেরে সুখ বাড়ছে চাওয়া পাওয়া।

‍ ‍ উভয়ঃ থৈ থৈ ভালোবাসা টুপটাপ প্রেম।

রিমিঝিমি স্বপ্ন বুনে তোমায় দিলেম।

‍ মেয়েঃ হো.. তাকধিনা ধিন মনটা জুড়ে,

তারে.. নারে না...।

হৈ চৈ চৈ চৈ অন্তর পুড়ে।

সা রে গা মা পা...।

‍ ছেলেঃ হো তাকধিনা ধিন এই মনটা জুড়ে,

তারে... নারে না...।

হৈ চৈ চৈ চৈ অন্তর পুড়ে।

সা রে গা মা পা...।

‍ ‍ উভয়ঃ হো শুনশান মনের ঘরে দক্ষিনা হাওয়া।

ঝিরিঝিরি বইছেরে সুখ বাড়ছে চাওয়া পাওয়া

হো..থৈ থৈ ভালোবাসা টুপটাপ প্রেম।

রিমিঝিমি স্বপ্ন বুনে তোমায় দিলেম।