menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
Composer : Arindom

তোমাকে দিয়েছিলাম

চেনা চেনা কথা গুলো

এসো না জুড়ে নিতে

ছেড়া ছেড়া ব্যেথা গুলো

তোমাকে দিয়েছিলাম

চেনা চেনা কথা গুলো

এসো না জুড়ে নিতে

ছেড়া ছেড়া ব্যেথা গুলো

এ অগোছালো হাওয়া ব্যস্ত আশা যাওয়া

আমাদের চেনালো কি

আবছা হয়ে এসো আমাকে ভালোবাসো

এর বেশি চেয়েছি কি.

তোমাকে দিয়েছিলাম

চেনা চেনা কথা গুলো

এসো না জুড়ে নিতে

ছেড়া ছেড়া ব্যেথা গুলো

কেনো এ প্রাণে হয়েছি জানি

এমন আমার দিনেরা রাজা,

রাতেরা রানী, স্বপ্ন হাজার

কেনো এ প্রাণে হয়েছি জানি

এমন আমার দিনেরা রাজা,

রাতেরা রানী, স্বপ্ন হাজার

এ অগোছালো হাওয়া ব্যস্ত আশা যাওয়া

আমাদের চেনালো কি

আবছা হয়ে এসো আমাকে ভালোবাসো

এর বেশি চেয়েছি কি

তোমাকে দিয়েছিলাম

চেনা চেনা কথা গুলো

এসো না জুড়ে নিতে

ছেড়া ছেড়া ব্যেথা গুলো

নিজেকে আমি বুঝিয়ে নিয়েছি

হবো তোমার.

নিজেকে আমি হারিয়ে ফেলেছি

কাছে তোমার.

এ অগোছালো হাওয়া ব্যস্ত আশা যাওয়া

আমাদের চেনালো কি

আবছা হয়ে এসো আমাকে ভালোবাসো

এর বেশি চেয়েছি কি?

তোমাকে দিয়েছিলাম

চেনা চেনা কথা গুলো

এসো না জুড়ে নিতে

ছেড়া ছেড়া ব্যেথা গুলো

Mais de Arindom/Nikhita Gandhi

Ver todaslogo

Você Pode Gostar