menu-iconlogo
huatong
huatong
avatar

লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় (Short )

Arman Alifhuatong
mikesd54huatong
Letra
Gravações
চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে,

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এই বুকে

ভুলব আমি এই কথা কেমনে,

চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে,

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এই বুকে

ভুলব আমি এই কথা কেমনে,

তবে ভালো কেনো বাসিলা স্বপ্ন কেনো দেখাইলা

ভালো কেনো বাসিলা আমারে,

তবে ভালো কেনো বাসিলা স্বপ্ন কেনো দেখাইলা

ভালো কেনো বাসিলা আমারে,

লাল শাড়ি, পরিয়া কন্যা,

রক্ত আলতা পায়.....,

আমার চোখের জল মিশাইলা,

নিলানা বিদায়....।

তুমি ফিরাও চাইলা না একবার,

চইলা গেলা হায়..,

জানি আজ রাতে হইবা পরের,

আর ভাইবো না আমায়

Mais de Arman Alif

Ver todaslogo

Você Pode Gostar

লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় (Short ) de Arman Alif – Letras & Covers