-===সিনেমাঃ প্রিয় তুমি===-
-=শিল্পী:- কুমার শানু & উমা খান=-
-==ফেমেলি: SRF & RMP==-
-===এ আর রিপন===-
-===অপেক্ষা করুন===-
(M) তুমি এমন কোন কথা বলনা
চোখে টলমল জল টুকু ফেলো না
আমি মরনেও কোনো ভয় পাইনা~
শুধু তোমাকে হারাতে চাইনা~
আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~~
(F) তুমি এমন কোনো কথা বলনা
চোখে টলমল জল টুকু ফেলো না~
আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~
(M+F) আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~~
-==ফেমেলি: SRF & RMP==-
-===এ আর রিপন===-
-===অপেক্ষা করুন===-
(F) জানি জানি একদিন, সবিই শেষ হয়
আমার এ প্রেম কভু, হারাবার নয়~
==================
(M) বারে বারে আমাকে বলে এ হৃদয়
বুকের এই সুখ টুকু ফুরাবার নয়~
(F) তুমি এমন কোনো স্মৃতি রেখো না
যে স্মৃতি দেবে শুধু বেদনা~~
(M) আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~
(M+F) আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~~
-==ফেমেলি: SRF & RMP==-
-===এ আর রিপন===-
-===অপেক্ষা করুন===-
(F) যেতে যেতে এই পথ, হয় যদি ভুল
তোমার দু'হাত ধরে, খুজে নিবো কুল~
===================
(M) তুমি আমি আর তো হবো না যে পর
জমুক না মেঘ যত আসুক না ঝড়~
(F) তুমি এমন কোনো ছবি একো না
যা দেখে বেড়ে যাবে যাতনা~
(M)আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~
(F) আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~
(M) তুমি এমন কোনো কথা বলনা~
চোখে টলমল জল টুকু ফেলো না~
(M+F) আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~~
(M) আমি মরনেও কোনো ভয় পাইনা
শুধু তোমাকে হারাতে চাইনা~
-====[SRF & RMP]====-
-=====সমাপ্ত=====-