menu-iconlogo
huatong
huatong
avatar

এমন চেনা

Asheshuatong
sbyrdaustihuatong
Letra
Gravações
এমন চেনা চিনবে লোকে

তাকানো যাবেনা চোখে।

এমন সুখের আনন্দের চাইতে

দুঃখ পাওয়াই ভালো...

আ......হা.. আহারে...

এমন মাটির বাসার চাইতে

আকাশের চিল ভালো।

ছোটবেলার খেলার সাথী

বড় হয়ে বদলে গেছে!

এমন চেনা চিনবে লোকে

তাকানো যাবেনা চোখে...

এমন গানের লাইনের চাইতে

বালিশ ধরে কান্না ভালো।

এমন কথা শোনার চাইতে

ধুঁকে ধুঁকে মরা ভালো!

এমন চেনা চিনবে লোকে

তাকানো যাবেনা চোখে...

আ......হা.. আহারে...

এমন পোড়া মনের চাইতে

সুনীলের কবিতা ভালো।

জনম ধরে কষ্টের কথা

বলতে বলতে জনম গেলো!

এমন চেনা চিনবে লোকে

তাকানো যাবেনা চোখে।

এমন সুখের আনন্দের চাইতে

দুঃখ পাওয়াই ভালো...

আমার একটা মানুষ হইলো না..

যে আগা গোড়া জানবে আমারে!

আমার একটা মানুষ হইলো না...

যে আগা গোড়া জানবে আমারে..!

আমার একটা মানুষ হইলো না..

যে আগা গোড়া জানবে আমারে!

আমার একটা মানুষ হইলো না...

যে আগা গোড়া জানবে আমারে..!

Mais de Ashes

Ver todaslogo

Você Pode Gostar