menu-iconlogo
huatong
huatong
ashes-charpoka-cover-image

Charpoka

Asheshuatong
n2oldcountryhuatong
Letra
Gravações
আধো আলোতে মন ছুঁয়েছে

অন্ধকার একলা

চোখে চশমা মনে অন্ধ

আয়নাতে চোখ ছোঁয়।

মিছেমিছি ভয় পাওয়া

আবার হারিয়ে মেঘটা...

মনে মনে ধরে হাঁটা

আমার ভাললাগা!

কী জলে ভেজাও তুমি...

রাগ গুলো চোখে?

মেঘ ঠোঁটে করে আমায়...

ভুল আবেগ দিলে...

তবু ভয় হয় মনে সংশয়

কত সংলাপ ফিকে হয়

তবু ভয় হয়, মনে সংশয়

আবার হারিয়ে মেঘটা...

মনে মনে ভাল লাগা

আমার ভালবাসা।

কী জলে ভেজাও তুমি...

রাগ গুলো চোখে?

মেঘ ঠোঁটে করে আমায়...

ভুল আবেগ দিলে!

কী জলে ভেজাও তুমি...

রাগ গুলো চোখে?

মেঘ ঠোঁটে করে আমায়...

ভুল আবেগ দিলে!

কী জলে ভেজাও তুমি...

রাগ গুলো চোখে?

মেঘ ঠোঁটে করে আমায়...

ভুল আবেগ দিলে!

কী জলে ভেজাও তুমি...

রাগ গুলো চোখে?

মেঘ ঠোঁটে করে আমায়...

ভুল আবেগ দিলে!

Mais de Ashes

Ver todaslogo

Você Pode Gostar