menu-iconlogo
logo

রুপের মাইয়া একবার ছাইয়া গো

logo
Letra
রূপের মাইয়া, একবার চাইয়া গো..

রূপের মাইয়া, একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলা

রূপের মাইয়া, একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলা

রূপের পোলা, ও পোলা রে..

ওরূপের পোলা, ও পোলা রে

তুই যে আমার মনের রঙ্গিলা

রূপের পোলা, ও পোলা রে

তুই যে আমার মনের রঙ্গিলা

ঐ না ঠোঁটে মধুর হাসি

চোখের নজর সর্বনাশী

ঐ রূপেরই টানে ছুটে আসি

থাকতে পারি নাতো ঘরে

তোমায় না দেখিলে পরে

মনটা আমার ছটফট ছটফট করে

রূপের মাইয়া, একবার চাইয়া গো..

রূপের মাইয়া, একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলা

রূপের পোলা, ও পোলা রে

তুই যে আমার মনের রঙ্গিলা

ইছে করে বুকের ভিতর

তোমায় নিয়ে করি আদর

জড়িয়ে রাখি সারা জীবন ভর

এ বুকেরি যতই জ্বালা

যৌবনেরই ছলা কলা

তোমার জন্য আছে সব খোলা

রূপের মাইয়া, একবার চাইয়া গো..

রূপের মাইয়া, একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলা

রূপের মাইয়া, একবার চাইয়া গো

ভাব লাগাইয়া পারাণ কারিলা

রূপের পোলা, ও পোলা রে..

ওরূপের পোলা, ও পোলা রে

তুই যে আমার মনের রঙ্গিলা

রূপের পোলা ও পোলা রে

তুই যে আমার মনের রঙ্গিলা

রুপের মাইয়া একবার ছাইয়া গো de Asif/Nancy – Letras & Covers