menu-iconlogo
huatong
huatong
asif-akbar-kemon-acho-tumi-cover-image

Kemon Acho Tumi

Asif Akbarhuatong
pitchin_brooklinhuatong
Letra
Gravações
Ekla Mon Sujon,

কেমন আছো তুমি,

সুখি হতে পেরেছো কিনা,

জানতে বড় সাধ হয়,

আমাকে ভুলেছো কিনা,

কেমন আছো তুমি,

সুখি হতে পেরেছো কিনা,

জানতে বড় সাধ হয়,

আমাকে ভুলেছো কিনা,

তুমি তো..জানোনা,

প্রেম নয় ছলনা,

প্রেমিকের মন ভেঙ্গে

মন পাওয়া যায়না

মন পাওয়া যায়না

Ekla Mon Sujon,

হয়েছে হৃদয় মরু ভূমি,বালু চর,

হয়েগেছি কস্টে কাতর,,

কাঁদলেও চোখে আর জল আসেনা,

চোখ দুটো করেছি পাথর,,

হয়েছে হৃদয় মরু ভূমি,বালু চর,

হয়েগেছি কস্টে কাতর

কাঁদলেও চোখে আর জল আসেনা,

চোখ দুটো করেছি পাথর

তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা,

প্রেমিকের মন ভেঙ্গে,,

মন পাওয়া যায়না,

Ekla Mon Sujon,

নিজেকে করেছি উদাশী যাযা বর,

ভেঙ্গেগেসে সুখে,বাধা ঘর,,

দিয়েছো আঘাত খুব যত্ন করে,

যে আঘাতে পোড়ে অন্তর,,

নিজেকে করেছি উদাশী যাযা বর,

ভেঙ্গেগেসে সুখে,বাধা ঘর,,

দিয়েছো আঘাত খুব যত্ন করে,

যে আঘাতে পোড়ে অন্তর,,

তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা,

প্রেমিকের মন ভেঙ্গে,

মন পাওয়া যায়না

কেমন আছো তুমি,

সুখি হতে পেরেছো কিনা,

জানতে বড় সাধ হয়,

আমাকে ভুলেছো কিনা,

তুমি তো..জানোনা,

প্রেম নয় ছলনা,

প্রেমিকের মন ভেঙ্গে,,

মন পাওয়া যায়না,

মন পাওয়া যায়না,

মন পাওয়া যায়না,

মন পাওয়া যায়না,

Ekla Mon Sujon,

Mais de Asif Akbar

Ver todaslogo

Você Pode Gostar