Happy divorce
Ast"Faruk"BDFC
⅚ মানুষটা আজকে বেশ খুশি
মানুষটা একটু ইন্টক্সিকেটেড
বহুদিনের পরিশ্রম এবং
বহুদিনের প্রতীক্ষার পরে অবশেষে কাগজটা তার হাতে এসে গেছে
হ্যাঁ কাগজটা হলো তার ডিভোর্স পেপার
²⁷"²⁸ আজ থেকে লম্বা একটা ছুটি লুটো পুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে
আজ থেকে নেই কোনো দায় ভার
ভালো থাকার ভার এবার নিজের হাতে
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন
কাটবে না সময় গুলো সংঘাতে
আজ থেকে লম্বা একটা ছুটি লুটো পুটি
এবার এই পাওয়া মুক্তির সাথ
¹'²³ আজ থেকে জীবনে কি কি থাকবে না
¹'²⁷ থাকবেনা কারো ভ্রুকুঞ্চনার গঞ্জনা
কিছুই পারিনা বলে শুধুই লাঞ্ছনা
আধপোড়া খাবার খেয়ে বলতে তা মানা
থাকবেনা জীবন জুড়ে লম্বা যন্ত্রনা
আজ থেকে ইচ্ছে মত টেলিভিশন দেখা
একা একা মাঝ রাতে
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন
কাটবে না সময় গুলো সংঘাতে
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে
²'¹⁶ আজ থেকে জীবনে আর কি কি থাকবে না তার একটা লিস্ট
থাকবেনা আর টেলিফোনে বক বকানি
ঠিকে ঝি আসেনি বলে ন্যাকা কাঁদুনি
থাকবেনা মাসের প্রথমে মাইনের দখল
শাড়ি দেখে দোকানের ঠান্ডা হাতছানি
আজ থেকে ইচ্ছে মতো খাওয়া শোয়া আর ঘুম
এসি রুম জাগা সুপ্রভাতে
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন
কাটবে না সময় গুলো সংঘাতে
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে
³'¹² কি কি থাকবে না তার লিস্ট তো বলাই হয়েছে
এবার কিকি থাকবে এবং থেকেই যাবে
থাকবে দেয়াল থেকে খুলে রাখা কারো ছবি
ধুলো মাখা খাটের নিচে
থাকবে ঠান্ডা ছোঁয়া গরম কপালটাতে
খুব জ্বরে বৃষ্টি ভিজে
থাকবে যত্নে রাখা কারো পুরোনো চিঠি
না নিয়ে যাওয়া সুটকেস
থাকবে হাজার কথার ভিড়ে মোবাইল ফোনে
রেখে দেওয়া কারো এস এম এস
আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি
এবং কারো রংচটা স্মৃতি একসাথে
আমার ঘরকন্যে উধাও রাজকন্যে
আমার ঘরকন্যে উধাও রাজকন্যে
তার না দেখা ছোঁয়া সবটা তে
আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি
এবং কারো রংচটা স্মৃতি একসাথে