তরে অনেক ভালোবাসি
তুই আছিস এই বুকে
ভুইলা গেলি দেওয়া কসম
কেমনে আছিস সুখে
তরে অনেক ভালোবাসি
তুই আছিস এই বুকে
ভুইলা গেলি দেওয়া কসম
কেমনে আছিস সুখে
যদি তরে না পাই আমি
কি করবো আর বেচে
ঘুম কারিয়া নিলি রে তুই
ঘুমাইলি কার বুকে
কেমন আগুন জালাইলি বুকে
ও বেইমানরে....
জইলা পুইরা কয়লা হইলাম রে...
কেমন আগুন জালাইলি বুকে
ও বেইমানরে....
জইলা পুইরা কয়লা হইলাম রে...
এমন আরো পছন্দের গান পেতে
যত্ন কইরা ঘর বানাইলাম
থাকবো আমারা দুইজন
ঘর ভাঙ্গিয়া ইট ভাটায় তুই
জালাই দিলি আগুন
যত্ন কইরা ঘর বানাইলাম
থাকবো আমারা দুইজন
ঘর ভাঙ্গিয়া ইট ভাটায় তুই
জালাই দিলি আগুন
এতো ভালো কে বাসবো তরে
ও বেঈমান রে
এতো আদর কে করবো তরে
এতো ভালো কে বাসবো তরে
ও বেঈমান রে
এতো আদর কে করবো তরে
দয়ে করে মিউজিক কপি কিরবেন না
স্মুল এর সৌন্দর্য বজায় রাখুন
লাইক দিতে ভুলবেন না কিন্তু
আগের মতো নাইরে আমি
নাই রে মনটা ভাল
কার আকাশে চাদ হইলি তুই
আমি আধার কালো
আগের মতো নাইরে আমি
নাই রে মনটা ভাল
কার আকাশে চাদ হইলি তুই
আমি আধার কালো
এতো ভালো কে বাসবো তরে
ও বেঈমান রে
এতো আদর কে করবে তরে?
এতো ভালো কে বাসবো তরে
ও বেঈমান রে
এতো আদর কে করবে তরে?
দুনিয়া যত দিন থাকবে, ভালোবাসাও
ততোদিন বেচে থাকবে কিন্তু সত্যি
ভালোবাসা খুজে পাওয়া যাবে না।।