হা, হাহা হা..
হাহা হাহা হা
আহা,হা, আহা হা,
আহা হা হা.হা..
যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়
আমারি চাঁদ ছিলি যে তুই
এক থুইয়া হারাইলি কোই
তোরে ছাড়া আমি আসহায়
হায় রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না
একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না
একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না
পাখির মতো উড়াল দিলি
একা করে চলে গেলি
একটা বারও ফিরা চাইলি না
না রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না
যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না