যার লাগিয়া খোদা তুমি দাও নাই আমার জান
তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ
যার লাগিয়া খোদা তুমি দাও নাই আমার জান
তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ
রাত জাগিয়া চান্দের দিকে
হাত বাড়াইয়া চা..ই
খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই
খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই
সরল সোজা মনটা পাইয়া
খেল্লি প্রেমের খেলা
তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা
সরল সোজা মনটা পাইয়া
খেল্লি প্রেমের খেলা
তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা
যত পারিস যা কান্দাইয়া
থাকবো তরী পথ চাইয়া
পরকালে খোদার কাছে তোরে আমি চাই
খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই
খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই
আমার লাইগা একটুও কি কান্দে না অন্তর
তোর বিরহে মরি আমি লইলি না খবর
আমার লাইগা একটুও কি কান্দে না অন্তর
তোর বিরহে মরি আমি লইলি না খবর
যত পারিস যা কান্দাইয়া
থাকবো তরী পথ চাইয়া
পরকালে খোদার কাছে তোরে আমি চাই
খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই
খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই
খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই