༺আমার হয়ে থাক না༻
༺শিল্পী:Avraal/ Porshi༻
༺ভালোবাসার তিন দিন༻
༺Natok Song༻
༺আপলোড:রাকিব༻
<======√======>
ছেলে:কি যে আদুরে লাগে
তোর চেহারাটা মিষ্টি,রাগে
মেয়ে:না না দেবোনা,অল্প টুকু তোকে ভাগে
ছেলে:আড়ালে হোক আর যেভাবেই,হোক না
করবো তোর মনের,দেখাশুনা।
মেয়ে:আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখ না,
স্বপ্ন গুলো দেখ না,স্বপ্ন গুলো দেখ না
ছেলে:ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না,
আমার হয়ে থাক না,আমার হয়ে থাক না
<======√======>
<একটু অপেক্ষা করুন>
༺༺༺༺༻༻༻༻
মেয়ে:তোর আকাশে সাতরঙা,রংধনু হবো
আদরের তুলিতে তোকে আঁকবো
ছেলে:এক পলক না ফেলে,শুধু চেয়ে রবো
মনের কথা গুলো,কবিতায় শোনাবো
মেয়ে:আড়ালে হোক আর,যেভাবেই হোক না
করবো তোর মনের,দেখাশুনা
ছেলে:আমার চোখে তাকিয়ে,স্বপ্ন গুলো দেখ না,
স্বপ্ন গুলো দেখ না,স্বপ্ন গুলো দেখ না
মেয়ে:ভালোবেসে আজ থেকে,আমার হয়ে থাক না,
আমার হয়ে থাক না,আমার হয়ে থাক না
<======√=======>
<একটু অপেক্ষা করুন>
༺༺༺༺༻༻༻༻
ছেলে:অজানা বৃষ্টি এসে ভেজালো পুরো শহর
আমি রোজ ভিজে যাই তোর প্রেমে অগোচর
মেয়ে:কবে থেকে মনে মনে চলছে স্বপ্ন বোনা
ভালোবাসার দিন গুলো যায়না তো গোনা
ছেলে:আড়ালে হোক আর যেভাবেই হোক না
করবো তোর মনের দেখাশুনা
মেয়ে:আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখনা,
স্বপ্ন গুলো দেখনা,স্বপ্ন গুলো দেখনা
ছেলে:ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাকনা,
আমার হয়ে থাকনা,আমার হয়ে
<=====√=====>
<ধন্যবাদ সবাইকে>