menu-iconlogo
huatong
huatong
ayan-sarkarjeetkoyelnater-guru-chirodini-adhare-cover-image

Chirodini Adhare

Ayan Sarkar/Jeet/Koyel/nater guruhuatong
®√𝓦ⓑ💫ORHNI🦋huatong
Letra
Gravações
চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন,

কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।

দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি,

কখনো আমার ঘরে জোৎস্না ফোটেনি।

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন,

কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।

Music. .

movie:-Nater Guru/Jeet&Koyel

Cover By: -Ayan Sarkar

জানি আমি মন যা ,,,

চায় সে তো পাই না,

কেউ সুখী হয় কেউ ,সুখী হতে পারে না।

জানি আমি মন যা,,

চায় সে তো পাই না,

কেউ সুখী হয় কেউ, সুখী হতে পারে না।

তবু কেন

দু'চোখ জুড়ে

এত শ্রাবণ ঝরে,

ঝরে... ঝরে... ঝরে গো অন্তরে।

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন,

কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।

Music.....

স্নেহ ভালোবাসা কি

সেতো মন জানে না।

মমতার ছোয়া কি

সে তো মন বোঝে না…

স্নেহ ভালোবাসা কি

সে তো মন জানে না

মমতার ছোয়া কি

সে তো মন বোঝে না

হায়রে যদি ,,

পিছন থেকে, কেও কখনও ডাকে..

ডাকে..ডাকে… ডাকে গো নাম ধরে

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

দুর থেকে দেখেছি

পূর্ণিমা রাত আমি

কখনো আমার ঘরে জোৎস্না ফোটেনি

চিরদিনই আধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

Mais de Ayan Sarkar/Jeet/Koyel/nater guru

Ver todaslogo

Você Pode Gostar