menu-iconlogo
huatong
huatong
ayan-sarkar-bojhena-shey-bojhena-cover-cover-image

Bojhena Shey Bojhena-Cover

Ayan Sarkarhuatong
shelleyhadenhuatong
Letra
Gravações
এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা

চায় না শুনতে সে এ বুকের কান্না

এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা

চায় না শুনতে সে এ বুকের কান্না

আমি চোখের বালি, কী করে তাকে বলি

এ বুকে কী বেদনা

বোঝে না সে, বোঝে না

সে তো আজও বোঝে না

বোঝে না সে, বোঝে না

সে তো আজও বোঝে না

কাঁদে মনের কথা

প্রেম কি শুধু ব্যথা?

উত্তর আজও মেলে না

মেলে না, মেলে না, মেলে না

বোঝে না সে, বোঝে না

পৃথিবী একদিকে, একদিকে আমি

আজ আমার রক্তে মিশে গেছো তুমি

পৃথিবী একদিকে, একদিকে আমি

আজ আমার রক্তে মিশে গেছো তুমি

নাইবা হলো দেখা, দেখবো একা একা

স্বপ্নে নেই সীমানা

বোঝে না সে, বোঝে না

সে তো আজও বোঝে না

বোঝে না সে, বোঝে না

সে তো আজও বোঝে না

কাঁদে মনের কথা

প্রেম কি শুধু ব্যথা?

উত্তর আজও মেলে না

মেলে না, মেলে না, মেলে না

বোঝে না সে, বোঝে না

Mais de Ayan Sarkar

Ver todaslogo

Você Pode Gostar