menu-iconlogo
huatong
huatong
avatar

Bangladesh

Ayub Bachchu/LRBhuatong
༒⃝𝗟𝗜𝗠𝗢𝗡_𝗖𝗛༒⃝🦅𝗕⭕𝗣༒huatong
Letra
Gravações
তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা

তুমি ছন্দের অন্ত্যমিল

তুমি বর্ষার প্রথম বৃষ্টি

তুমি পদ্ম ফোটা ঝিল

তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনের রাখী

তুমি কষ্টের নিভৃত কান্নায়

ভরা যন্ত্রণার সবই

তুমি শীর্ষ অনুভূতির পরে শূন্যতার বোধ

তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি

গুমড়ে থাকা ক্রোধ

তুমি ভোর রাত্রির প্রার্থনা

তুমি চেনা নদীর ঢেউ

তুমি সুখের সেই দিনগুলো শেষে

হারিয়ে যাওয়া কেউ

তুমি ভ্রান্তি নয় বাস্তবতার

শূন্য ভাতের থালা

তুমি ক্রোধ ঘৃনার ব্যাকরণে

বিবেকের বন্ধ তালা

তুমি সংঘাত আর প্রতিঘাতের

অস্থির রাজপথ

তুমি আজ ও আগামীর মাঝে

বেদনার নীল ক্ষত

তুমি চাওয়া না পাওয়ার ফাকে

অসম সমীকরণ

তুমি অবুঝ রাগী প্রজন্মের

হৃদয়ে রক্তক্ষরণ

তুমি তারুণ্যের চোখের কোণে

বিষণ্ণতার বাস

তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমত

ভুলের ইতিহাস

তুমি উদ্ধত মিছিলের স্রোতে

গর্বিত মুখ

তুমি ভুল নায়কের হাতছানিতে

মায়ের শূন্য বুক

তোমার মাঝেই স্বপ্নের শুরু

তোমার মাঝেই শেষ

ভালো লাগা ভালোবাসার তুমি

আমার বাংলাদেশ

তোমার মাঝেই স্বপ্নের শুরু

তোমার মাঝেই শেষ

জানি ভালো লাগার ভালোবাসার তুমি

আমার বাংলাদেশ

জানি ভালো লাগা ভালোবাসার তুমি

আমার বাংলাদেশ

আমার বাংলাদেশ

আমার বাংলাদেশ

আমার বাংলাদেশ

Mais de Ayub Bachchu/LRB

Ver todaslogo

Você Pode Gostar

Bangladesh de Ayub Bachchu/LRB – Letras & Covers