menu-iconlogo
huatong
huatong
ayub-bachchu-baro-mash-cover-image

Baro Mash

Ayub Bachchuhuatong
ecosway1huatong
Letra
Gravações
আমি ১২ মাস তোমায় ভালোবাসি

তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

আমি ১২ মাস তোমার আশায় আছি

তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি

তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

আমি ১২ মাস তোমার আশায় আছি

তুমি অবসর পাইলে আসিও

আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে

দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে

আষাঢ়-শ্রাবণে ঘন বরষার সাথে

দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে

আসছে মাসে নাহয় পত্র দিও

আসছে মাসে নাহয় পত্র দিও

তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি

তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে

কতকাল একা থাকো মন উচাটনে

ভাদ্র-আশ্বিনে কয় জনে জনে

কতকাল একা থাকো মন উচাটনে

অগ্রহায়ণে তুমি আদর জানিও

অগ্রহায়ণে তুমি আদর জানিও

তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি

তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে

একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে

পৌষ-মাঘ কাটে না বুঝি এই শীতে

একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে

বৈশাখী ঝড় মনে শুধু জানিও

বৈশাখী ঝড় মনে শুধু জানিও

তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি

তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

আমি ১২ মাস তোমার আশায় আছি

তুমি অবসর পাইলে আসিও

আমি ১২ মাস তোমায় ভালোবাসি

তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

আমি ১২ মাস তোমার আশায় আছি

তুমি অবসর পাইলে আসিও

ও আমি ১২ মাস তোমার আশায় আছি

ও আমি ১২ মাস তোমার আশায় আছি

Mais de Ayub Bachchu

Ver todaslogo

Você Pode Gostar