menu-iconlogo
huatong
huatong
ayub-bachchu-lrb-jahid-track--by-cover-image

Jahid Track-ও বন্ধু তোমায় যখনই By আইয়ুব বাচ্চু(ময়না)

ayub bachchu (lrb)huatong
🎼🅹🅰🅷🅸🅳🎙️🔷Blueshuatong
Letra
Gravações
শিরোনাম:ও বন্ধু তোমায় যখনি

শিল্পী:আইয়ুব বাচ্চু

অ্যালবাম:ময়না

++আপলোডেড বাই জাহিদ++

ও বন্ধু তোমায়

যখনই মনে পড়ে যায়

বুকেরই মাঝে বড় বেশি ব্যথা বাজে

আমার ইচ্ছে করে

প্রান ভরে তোমায় দেখি

আমায় কথা দাও

কখনও ছেড়ে চলে যাবে না।

ও বন্ধু তোমায়

যখনই মনে পড়ে যায়

বুকেরই মাঝে বড় বেশি ব্যথা বাজে

আমার ইচ্ছে করে

প্রান ভরে তোমায় দেখি

আমায় কথা দাও

কখনও ছেড়ে চলে যাবে না।

ও বন্ধু তোমায়

যখনই মনে পড়ে যায়

++আপলোডেড বাই জাহিদ++

যখন আমি অনেক ব্যথা পেয়ে পেয়ে

নিজেকে নিয়েছি শামুকের মত গুটিয়ে

তখন তুমি এলে অনেক ভালবাসা নিয়ে

আমার প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাস হয়ে।

তুমি থেকো আমার হৃদয়য়ের প্রতি বাকে বাকে

পলকের জন্যে হারাতে আমি চাই না তোমায়।

ও বন্ধু তোমায়

যখনই মনে পড়ে যায়।

++আপলোডেড বাই জাহিদ ++

বুকের মাঝে নীল রঙের ঐ দুঃখগুলো

নিজের হাতে করে দিলে সব এলোমেলো

এবার আমার সুখে থাকার সময় হোলো

জানা ছিল না ভালবাসা এত ভাল।

কি দিয়ে তোমায় জড়িয়ে আজ রাখি আমি

কানে কানে বলনা কততুকু ভালবাস আমায়

ও বন্ধু তোমায়

যখনই মনে পড়ে যায়।

বুকেরই মাঝে বড় বেশি ব্যথা বাজে

আমার ইচ্ছে করে

প্রান ভরে তোমায় দেখি

আমায় কথা দাও

কখনও ছেড়ে চলে যাবে না।

ও বন্ধু তোমায়

যখনই মনে পড়ে যায়।

++আপলোডেড বাই জাহিদ++

:থ্যাংকস ফর লিসেনিং:

Mais de ayub bachchu (lrb)

Ver todaslogo

Você Pode Gostar