শিরোনাম :কেউ সুখী নয়
শিল্পী :আইয়ুব বাচ্চু (এলআরবি)
অ্যালবাম :কেউ সুখী নয়
***Uploded By Jahid***
সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী,
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী,
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,
আসলে কেউ সুখী নয়
***Uploded By Jahid***
তোমার দরজায় ওপাশে একজন
ভাবছো সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী,
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,
আসলে কেউ সুখী নয়
***Uploded By Jahid***
আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী,
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী,
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী,
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়
যত আড়াল রাখো,আসলে কেউ সুখী নয়
****Uploded By Jahid***
+++Thanks For Listening +++