শিরোনাম:পালাতে চাই
শিল্পী :আইয়ুব বাচ্চু (এলআরবি)
অ্যালবাম :শক্তি ব্যান্ড মিক্স অ্যালবাম
****Uploded By Jahid****
যদি তুমি ভালোবাসো আমায়
শুধু এ কারণে পালাতে চাই
তোমার যোগ্য আমি নই
তাই ভয় যদি পেয়েও হারায়
পালাতে চাই
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাই না তোমায় এই সুরে
পালাতে চাই... ও...
যদি তুমি ভালোবাসো আমায়
শুধু এ কারণে পালাতে চাই
তোমার যোগ্য আমি নই
তাই ভয় যদি পেয়েও হারাই
পালাতে চাই
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাই না তোমায় এই সুরে
পালাতে চাই... ও...
****Uploded By Jahid****
জড়াতে আমায় কেন চাও
হৃদয়টা ভাঙ্গবে বলেই
স্বপ্ন দুচোখে তাকাও
আগুন হয়ে পোড়াবে বলেই
জড়াতে আমায় কেন চাও
হৃদয়টা ভাঙ্গবে বলেই
স্বপ্ন দুচোখে তাকাও
আগুন হয়ে পোড়াবে বলেই
দৃষ্টির আড়ালে তোমার
শুধু এ কারণেই থেকে যাই
দৃষ্টির আড়ালে তোমার
শুধু এ কারণেই থেকে যাই
পালাতে চাই
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাই না তোমায় এই সুরে
পালাতে চাই...
****Uploded By Jahid****
এতো সুখ সহ্য করার
ক্ষমতা সে তো নেই যে আমার
দুঃখ ঘরে কাটে রাত
ভালোলাগার নেই অধিকার
এতো সুখ সহ্য করার
ক্ষমতা সে তো নেই যে আমার
দুঃখ ঘরে কাটে রাত
ভালোলাগার নেই অধিকার
হিমেল অনলে তোমার
পোঁড়াতেই নিজেকে না চাই
হিমেল অনলে তোমার
পোঁড়াতেই নিজেকে না চাই
পালাতে চাই
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাই না তোমায় এই সুরে
পালাতে চাই... ও...
যদি তুমি ভালোবাসো আমায়
শুধু এ কারণে পালাতে চাই
তোমার যোগ্য আমি নই
তাই ভয় যদি পেয়েও হারায়
পালাতে চাই
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাই না তোমায় এই সুরে
পালাতে চাই...
****Uploded By Jahid****
++++Thanks for Listening ++++