menu-iconlogo
huatong
huatong
avatar

Pochish Bochhor

BAGDHARAhuatong
kuizbrighhuatong
Letra
Gravações
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে

আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে

তবে তোমার কাছে আসতাম না

তবে তোমায় ভালোবাসতাম না

কেন আমি পৃথিবীতে আসলাম রে

কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে

আমি যদি জন্মের আগে মরতাম রে

তবে তোমার দেখা পাইতাম না

তবে তোমায় ভালোবাসতাম না

কেন আমি পৃথিবীতে আসলাম রে

কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে

তবু কেন এতো মায়া রে

তবু কেন এতো মায়া রে

আমায় বেঁধে সুতো গিট খায়

আমায় বেঁধে সুতো গিট খায়

প্রতি স্টেশন থামি কার আশায় রে

তোমার স্টেশন কখনো তো আসেনা

আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে

তবে তোমার কাছে আসতাম না

তবে তোমায় ভালোবাসতাম না

কেন আমি পৃথিবীতে আসলাম রে

কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে

কেন আমি পৃথিবীতে আসলাম রে

কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে

কেন আমি পৃথিবীতে আসলাম রে

Mais de BAGDHARA

Ver todaslogo

Você Pode Gostar