menu-iconlogo
huatong
huatong
bajare-jachai-kore-dekhinito-dam--cover-image

বাজারে যাচাই করে দেখিনি তো দাম

Bajare Jachai Kore Dekhinito Damhuatong
scarby_starhuatong
Letra
Gravações
বাজারে যাচাই করে দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

বাজারে যাচাই করে দেখিনি তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

আসুন স্মুলের পরিবেশ সুন্দর রাখি

স্মুলে সবাই মিলেমিশে গান করি

তোমারী সোহাগ পেতে বুকেরী মাজারে যেতে

এই মনও প্রাণ শুধু চাই..

তোমারী সোহাগ পেতে বুকেরী মাজারে যেতে

এই মনও প্রাণ শুধু চাই..

এ কেমন প্রেমে মজিলা......ম

বাজারে যাচাই করে দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

নতুন নতুন গান নিতে

আমাকে ফলো দিয়ে আক্টিভ থাকুন

প্রেমেরী যমুনা আমি আমারী দুকুল তুমি

জনোমো জনোমো ধরে হা....য়

প্রেমেরী যমুনা আমি আমারী দুকুল তুমি

জনোমো জনোমো ধরে হা....য়

এমনী কাছে আসিলা...ম

বাজারে যাচাই করে দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

বাজারে যাচাই করে দেখি নেই তো দাম

সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

ভালো বেসেছো বলে ভালো বাসিলাম

Você Pode Gostar